Top SMS

শুভ বিবাহ বার্ষিকী বাংলা SMS

শুভ বিবাহ বার্ষিকী বাংলা SMS

(বন্ধু, সহকর্মী বা পরিচিত জনের জন্য বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা)১১. তোমাদের দুজনকে একসাথে রাজযোটক মনে হয়। এভাবেই যেন তোমাদের ভালবাসা ক্রমশ বৃদ্ধি পায়।

শুভ বিবাহ বার্ষিকী১২. তোমাদের বিবাহিত জীবনের আরো একটা সুখময় বছর শুরু হতে চলেছে। এ রকম অনেক অনেক বছর তোমরা এক সাথে ভাগ করে নাও জীবনের সব খুশী।

শুভ বিবাহবার্ষিকী১৩. তোমাদের বিবাহ বার্ষিকীর জন্যে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের ভালবাসা হোক চিরন্তন...১৪. তোমাদের ভালবাসা যেন হয় গোলাপের মতন সুন্দর। যে গোলাপের সব কাঁটা তার সৌন্দর্যে ঢাকা পড়ে যায়।

শুভ বিবাহবার্ষিকী১৫. তোমাদের শুভ বিবাহ বার্ষিকীতে আমার শুভেচ্ছা সব সময় তোমাদের সাথে থাকবে। কামনা করি তোমরা দুজনে দুজনের হাত ধরে আরো একশোটা বছর এক সাথে কাটিয়ে দাও।

 *শুভ বিবাহবার্ষিকী*১৬. তোমাদের সকল স্বপ্ন সত্যি হোক। পূরণ হোক সব সুপ্ত ইচ্ছে। তোমাদের বিবাহ বার্ষিকীতে এই কামনা করি...১৭. নব জীবনের প্রথম বর্ষ তোমরা সফলভাবে কাটিয়েছ। কামনা করি, তোমাদের মধ্যের প্রেম যেন তোমাদের আরো একশ বছর এতটাই সুখে রাখে।

শুভ বিবাহবার্ষিকী১৮. পৃথিবীর সবচেয়ে সুন্দর দম্পতিকে জানাই তাদের বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। সুখী হও তোমরা...১৯. বিবাহের এত বছর পরেও তোমাদের মধ্যের এই ভালবাসা হোক চিরন্তন। সুখী হও তোমরা।

শুভ বিবাহবার্ষিকী২০. বছর ঘুরে সেই দিন আবার উপস্থিত যেদিন তোমরা পরস্পরের সাথে আবদ্ধ হয়েছিলে বিবাহ বন্ধনে। কামনা করি তোমাদের জীবনযাত্রা যেন এমনই সুখে চলে সারা জীবন।

শুভ বিবাহবার্ষিকী২১. ভালবাসার মানুষের সাথে জীবন কাটানোর সৌভাগ্য সবার হয় না। তোমরা সেই সুযোগ পেয়েছ। কামনা করি যেভাবে তোমরা ভালবাসা দিয়ে এত বছর ধরে একে অপরকে ভরিয়ে তুলেছ এবং এত গুলো দিন একসাথে কাটিয়ে দিয়েছ, ভবিষ্যতেও যেন তোমরা পরস্পরের হাত ধরে জীবনের বাকি পথটুকু চলতে সফল হও।।

শুভ বিবাহবার্ষিকী২২. শুভ বিবাহবার্ষিকী, তোমাদের বিবাহ ঈশ্বরের আশীর্বাদে হোক সফল ও সুখকর....
1
2
3
4
5

No comments