Top SMS

উপদেশ মুলক এসএমএসঃ পর্ব- ১৪

উপদেশ মুলক এসএমএসঃ পর্ব- ১৪


১৩১. যে তোমাকে কষ্ট দেয় তার জন্য কখনো চোখের জল ফেল না। বরং, তাকে ধন্যবাদ দাও! তার চেয়ে ভাল কাউকে খোঁজার সুযোগ করে দেয়ার জন্য!


১৩২. নিজের দুঃখের কথা যারে তারে কইয়ো না, অপবাদ উপহাস মিছিমিছি সইয়ো না।


১৩৩. কিছু কথা কাউকে বলা যায় না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।


১৩৪. অতীতকে ছোট করে দেখা উচিত নয় আবার অতীত কে অতিরিক্ত মুল্য দেয়াও ঠিক না।


১৩৫. মানুষ তার সবচেয়ে জরুরী কথাগুলোই কখনো বলতে পারে না।


১৩৬. প্রেম হল এমন একটা সাগরের নাম যার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হবে, "ইস!! একবার যদি নামতে পারতাম। আর যারা সে সাগরে নেমেছে তার মনে হয়, "ইস !! কেন যে নামলাম ??


১৩৭. কাজ করো তো এমন কাজকর যে দুনিয়া তোমার কাছে দৌড়ে চলে আসে।


১৩৮. কিংবা অক্ষমতার কথা জানিয়ে নিজেও অপমানিত হবেন না কিংবা কাউকে অপমান করার ও অধিকার আপনার নেই।।


১৩৯. যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তারিফ করে দুষমন সে জন | ___ হযরত ওমর ফারুক (রাঃ)


১৪০. শুভ ক্ষণ, শুভ দিন
মনে রেখ চির দিন।
কষ্ট গুলো দূরে রেখ,
স্বপ্ন গুলো পুরন করো,
নতুন ভালো স্বপ্ন দেখো,
আমার কথা মনে রেখ।


1
2
3
4
5
6
7
8
9

No comments